• 01 August 2020

    মিনুশাড়ি

    মিনুশাড়ি

    0 32

    মিনুশাড়ি
    গৌতম বাড়ই

    দৈনন্দিন শব্দের মধ্যে কিছু
    আমাদের কুঁড়েঘর তৈরী হচ্ছে বসত
    হরিতকী সমুদ্র রুদ্রাক্ষের বেসামাল ঢেউ
    ভারতবর্ষ কাঁধে নিয়ে হাঁটছে পাঁচ বাচ্চার ঠিকাদার জগত
    দফায় দফায় গর্ভ সাজায় অসচেতন কেউ

    নদী ছুঁয়েছে আকাশ
    তারা ছুঁয়েছে পাহাড়
    পোড়া দেশে কাপড় তুলে ঢেঁকী
    ধানভাণছে আলোচালের বৌ
    সে মেয়েটি বড্ড একা জামার খাঁজে
    ময়ূর পাখা একলা তোলে
    সে লোকটি বড়ই একা
    ভোকাট্টা একটা ঘুড়ি লাটাই নিরুদ্দেশ
    আমরা এখন দু মুঠো খাই দুমুঠো উপোস
    দু মুঠোতেই ঝড়ছে দেখ কত আফসোস

    গল্প শোনে মিনু শাড়ি
    সেই শাড়িটাই এখন নাকি
    লাটাই হাতে চিলের মতন ওড়ে
    @গৌতম বাড়ই



    গৌতম বাড়ই


Your Rating
blank-star-rating
Sorry ! No Reviews found!