• 19 August 2020

    অনুকবিতা

    জন্মদিন

    0 92

    জন্মদিন
    যেভাবে আজ প্রথম ছুয়েছ মাটি,
    প্রথম বাতাসের আবেশে,
    ঘোর কেটে গিয়ে,
    তোমার প্রথম দেখা পৃথিবী।
    জগৎ দেখেছিল, নিস্পাপ তোমার মুখ,
    তুমি সেদিনের মতো আবার নিস্পাপ হও।
    শুধু আয়ুস্কাল উঁচু হোক আরও,
    ভালোবাসা পেতে।
    মানুষের ভালোবাসার ভীড়ে বিশুদ্ধ হও।
    জন্মদিনের ব্রত আর কি চাও?




    Latifur Rahman


Your Rating
blank-star-rating
Sorry ! No Reviews found!