• 23 August 2020

    অনু কবিতা

    অনু কবিতা

    5 119

    অনুকবিতা

    ১/

    এই যে আমার পাশের সীট ফাকা,
    আমি না এক্টু সরেই বসবো,
    ঘাড়ে ঘাড়ে অল্প ছোয়া,
    তবু একসাথে থাকা।

    ২৫/২/২০২০

    ২/
    সে সামনের সীটে,
    আমি পিছনে।
    উড়ো চুল তার, সীমানা ছাড়িয়ে,
    জায়গা নিয়েছে,
    আমার মনের কোনে।

    ২৬/২/২০২০

    ৩/

    রোজ রোজ দেখা হয়,
    এতটুকু।
    স্মিত হাসি আর চোখাচোখি,
    যতটুকু।

    ২৭/২/২০১৬




    Latifur Rahman


Your Rating
blank-star-rating
শংকর হালদার শৈলবালা - (23 August 2020) 5
সুন্দর লেখা ভালো লেগেছে

1 1