• 01 September 2020

    কবিতা

    নিখুঁত ভালোবাসা

    5 189

    কবিতা#নিখুঁত ভালোবাসা

    *=*=*=*=*=*=*=*=*=*=*=*=*

    শ্রীমতি কৃষ্ণা ঘোষ

    [ রচনা কাল 29/08/2018 ইং ]

    *_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*_*


    খালি হাতে দেখা না করে

    যদি ফুল নিয়ে যাই_

    সেটা কি দৃষ্টিকটুতা ?

    বৃষ্টিতে যদি তোমার হাত ধরে ভিজতে চাই

    সেটাকি অশোভনতা ?

    তাহলে আবেদনে সাড়া না দেওয়া টা কি শোভন ?


    বৃষ্টিস্নাত দিনে,বসে জানালার ধারে

    ভাসি আমি স্বপ্নের. সাগরে

    আমি হারিয়ে যাই তোমার এলোমেলো চুলে

    তোমার প্রতিটা স্পর্শ ,

    তোমার পিপাসা ভরা দৃষ্টি কে আমি ভয় পাই


    বৃষ্টি ভেজা বিকেলে আমি হারাই

    তোমার প্রেমের উপন্যাসে

    আমি কবি ,তোমার কথার সুরে

    আমি পাগল ,আমি অন্য মানুষ

    তোমার ভালোবাসার ভীড়ে


    আমি সারা জীবন ঘৃণা করতে চাই

    আমি রাত্রি কালীন নীরবতায়

    বিলীন হতে চাই

    চাইনা শুধু হারাক

    মানুষের ছোট ছোট আশা

    আর চাই শুধু একমুঠো ভালোবাসা ll


    *=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=



    Krishna Ghosh


Your Rating
blank-star-rating
শংকর হালদার শৈলবালা - (01 September 2020) 5
অপরূপ সৌন্দর্য ভরিয়ে দিয়েছে মনে প্রাণে

0 0