• 31 August 2020

    কবিতা

    উড়োচিঠি

    5 147

    কবিতা #উড়ো চিঠি

    *_*_*_*_*_*_*_*_*_*

    শ্রীমতি কৃষ্ণা ঘোষ

    [ রচনাকাল # 21/07/2018 ]

    ________________

    একটা চিঠি বৃষ্টি ছুঁয়ে

    পাঠিয়ে দিলাম মেঘের হাতে


    জানাই আমি পাশেই আছি

    একশো,হাজার কাজের ফাঁকে


    আকাশের বুকে জলছবি হয়ে

    বৃষ্টি ভেজা ঘাসে দেখা দিলে


    তুমি হাসলে মনে হলো যেন

    আকাশে পাখিরা ডানা মেলে


    দিন চলে যায় দিনের মতো

    রাত যে আমার কাটে না


    ঘোর লাগা এই চোঁখের তারায়

    পুরোনো দিনের কল্পনা.....l



    Krishna Ghosh


Your Rating
blank-star-rating
শংকর হালদার শৈলবালা - (01 September 2020) 5
অসাধারণ লেখা ভালো লেগেছে আমার লেখা পড়ার জন্য অনুরোধ করছি

1 0



People

Nature

Food

Activities

Travel & Places

Objects

Symbols

Flags

Daily Emoji: nail_care