কবিতা # বিরহী দুপুরে
********************
শ্রীমতি কৃষ্ণা ঘোষ
[ রচনা কাল ২৬ /০৩/ ২০১৯ইং ]
বিষয় # গদ্য কবিতা
*****************************
হারিয়ে যাওয়া কোনো কিছুই ফিরে আসে না
মৃত্যুর মতো নিশ্চিত হারিয়ে যায় চিরতরে
কে জানে বিকেলের কাছে ঝলসে যাওয়া দুপুরের কান্না _
তোমার ছোঁয়াতে ভেসে আসে কিনা !
আজকাল শব্দের আকাশেও সূর্য অস্ত যায় ,
গভীর রাতে চিন্তারা যায় থমকে ,
চোখের সামনে দোল খায় কথারা ,
অথচ মস্তিষ্কে বাজে বিদায় গানের সুর
প্রেমের কবিতারা তোমার থেকে অনেক দূর ,
ঝোঁপের ফাঁকে ফাঁকে বিকেলের সূর্যরেখা _
অথবা কোনো ঘাসের মাঝে সেই লেখাটি _
যেখানে এখনো "তুমি রবে নীরবে "বলছে .....
পাখিরা গাইছে ভালোবাসার গান
মনের আলোয় ,সানগ্লাসের স্মৃতিতে .....
আমি গেয়ে যাবো ভালোবাসার গান
শুরু থেকে শেষ ,মৃত্যু আর নিঃসঙ্গতা ,
ঢাকা পড়ে যাবে প্রেমের লাশটা
শুধু দিয়ে যাবো তোমাকে _
আমার প্রেমের কবিতা ....ll
© কৃষ্ণা ঘোষ
****************************