• 06 September 2020

    কবিতা

    মিষ্টি যন্ত্রনা

    0 191

    কবিতা # মিষ্টি যন্ত্রণা

    *_*_*_*_*_*_*_*_*_*

    শ্রীমতি কৃষ্ণা ঘোষ

    [রচনাকাল# 17/08/2018]

    *_*_*_*_*_*_*_*_*_*_*_*_*


    আমার হৃদয়ের ভাবনারা

    তোর স্বপ্নে বিভোর

    আমার চোঁখে বন্ধ কল্পনারা

    তোর ঠোঁটের মিষ্টি হাসি

    আকাশের গায়ে ভাবনারা আজ

    মেঘে ভেজা বাণ ভাসি......

    মেঘেদের গভীরতা মাপতে চাই

    ডুবে যাই ,যুগ থেকে যুগান্তরে

    তোর হাতে আমার হাত

    আশ্রয়_ প্রশ্রয়ে বেড়ে চলে ভাবনারা

    হৃদয়ের গভীরে একলা মনের চিৎকার

    মুঠো ফোনে বৃথাই চোখ রাখি

    দিনের আলোও নিভে যাচ্ছে ক্রমে

    মুহূর্তরাও ধীর পায়ে আকাশে

    বলে গেলো কানে কানে চুপি চুপি .......

    আর কিছুক্ষণ তারপরেই

    আরেকটি দিনের মুক্তি

    দিন চলে যায় দিনের মতন

    নির্বাক দর্শনে গড়ায় সময়

    আমি বসে ভাবি কবিতা

    আর কবিতা আসে যন্ত্রনায়...... ll


    ©কৃষ্ণা ঘোষ


    *=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*=*



    Krishna Ghosh


Your Rating
blank-star-rating
Sorry ! No Reviews found!