কবিতা শিরোনাম # মন উড়ান
*_*_*_*_*_*_*_*_*_*_*
শ্রীমতি কৃষ্ণা ঘোষ
________________
এক গুচ্ছ প্রশ্ন মনের ভেতরে
যদি না লিখি ,প্রশ্ন নীরব কেন ?
চুপ করে আছো কেন ?
কি করে বোঝাই আমি অস্থির ......
প্রশ্ন কান্না নেই কেন ?
মুক্তি চাইছি মনের
মন যখন যন্ত্রনায় ছটফট করছে ,
প্রশ্ন "ও কবিতা লিখবে বুঝি ?"
আমার স্বপ্নপুরীর দেশে পাখিদের ডাক ,
বিহঙ্গের কলধ্বনি ভরায় আমার মন খানি ,
দিগন্তের বাসা ছেড়ে চলে অরণ্যের খোঁজে
আমার খুব জানতে ইচ্ছে করে
পাখিরা কি স্বপ্ন দেখে ?
আমি দেখি একটি পাখির জীবনের স্বপ্ন
একটা খোলা আকাশের স্বপ্ন
যদিও আমার মনের আকাশে
একটি পাখির উড়ান সারাক্ষণ ....
সময়টা ছিল সত্যি অসময়
মনের কোনে ছিল ছেড়ে যাবার ভয়
ডাকছি এতো দাওনা তবু সাড়া
তোমার ছিলো বড্ডো যাবার তাড়া
নিস্তব্ধ চারিধার দেখবে যখন
খুব একাকীত্ব ঘিরবে যখন তোমায়
তখন তুমি বুঝবে অনুভবে,
তোমার বাহু চাইছে আলিঙ্গন ........
আমি আছি তোমার অনুভবেই
শান্তি খুঁজি সবার অন্তরালেই
না যেন ভাবো আমি আর নেই
থাকবো আমি তোমার হাসিতেই.......
তুমি কি কখনো জেগে থেকেছো একাকী সারা রাত ?
চাঁদ এর আলোয় মুখরিত. হয় নিঝুম নীরব রাত _
শুনেছ কি কখনো নদীর তীরের জল ছলছল শব্দ ?
আর বিষন্ন রাতে শুনেছো কি কখনো
হুতুম প্যাঁচার ডাক ?
মিটমিট করে তারারা জ্বলে
জোনাকিরা দেয় পাহারা
তুমি কখনো ভেবে দেখেছো ?
জেগেছো কি সারা রাত ?
. . . . . . . . . . . . . . . . . . .©কৃষ্ণা ঘোষ
**************************