• 16 September 2020

    সুস্মিতা মালাকার ঘোষ

    আমাদের মহালয়া

    0 26

    "আমাদের মহালয়া "

    ✍ সুস্মিতা মালাকার ঘোষ

    [১৬.০৯.২০২০]


    আকাশের বুকে সাদা মেঘের ভেলা

    নীল আকাশ যে হাত বাড়িয়ে ডাকে,

    মনের মধ্যে আনন্দ যে মেলা

    পুজোর জন্য পড়বে কাঠি ঢাকে।


    মহালয়ার পুণ্য তিথি এলো

    মায়ের জন্য ভীষণ খুশি মন,

    সময়ের চাকা আবার ঘুরে গেলো

    দিন গুনছে এ মন সারাক্ষণ।


    মা আসবেন বছর ঘুরে আবার

    সেই খুশিতেই মনটা ভরে আছে,

    সময় এলো প্যান্ডেলেতে যাবার

    পুজোর দিন যে আবার এলো কাছে।


    মহালয়া মানে মন্ত্রপাঠের ভোর

    রেডিওতে বাজে সেই পুরনো সুর,

    মনের মাঝে চেনা সেই হুল্লোড়

    খুশির দিন যে আর বেশি নয় দূর।


    মহালয়া মানে অনেক আশার মাঝে

    কাশ ফুল আর শিউলিরা ঐ জাগে ,

    কাঁসর-ঘন্টা মনের মধ্যে বাজে

    পদ্ম ফোটে স্বচ্ছ জলের দাগে।



    Susmita Malakar Ghosh


Your Rating
blank-star-rating
Sorry ! No Reviews found!