• 03 October 2020

    শরৎ তুমি

    শরৎ কন্যা

    0 67

    #শপিজেন- সাপ্তাহিক

    #বিভাগ -কবিতা

    #বিষয়- শরৎ তুমি

    #শিরোনাম - শরৎ কন্যা

    #কলমে - সুদেষ্ণা পাণ্ডে

    # লাইন ১৪

    ৩/১০/২০২০


    বৃষ্টি স্নাত শরৎ কন্যা,

    রূপ রস গন্ধ বর্ণে অনন্যা।

    আকাশী ওড়না পেঁজা তুলোর ঝাঁক,

    শিউলির নুপুর তোমার পায়ে শোভা পাক।

    সাদা কাশ ফুল খোঁপায় গুঁজে,

    শিশির ভেজা ঘাসের উপর চলেছ কিসের খোঁজে।

    তোমার শঙ্খ নিনাদে যেন আগমনীর সুর বাজে,

    'পিতৃতর্পন মহালয়া'! আরতো মন লাগেনা কাজে।

    সাজো সাজো রব কুমোর টুলিতে,

    ' মা আসছেন' বোল উঠেছে ঢাকের বুলিতে।

    এসেছে চিঠি সাদা মেঘে চড়ে নীল খামে করে,

    প্রবাসে আছে যারা এবার তাদের ফেরার পালা ঘরে।

    তোমার শরৎ আমার শরৎ ,

    এসো হে শরৎ কন্যা এই ধরাতলে।



    সুদেষ্ণা পাণ্ডে


Your Rating
blank-star-rating
Sorry ! No Reviews found!