• 20 November 2020

    কবিতা

    যে শরীরে আজান বাজে

    3 23

    যে শরীরে আজান বাজে

    --উত্তমকুমার পুরকাইত


    বিদ্যেধরী নদীটির তীরে মেয়েটি দাঁড়াল এসে একা

    সূর্যাস্তের নরম আলোয় কেঁপে যাচ্ছে

    তার ঠোঁট, ভালোবাসার স্বর

    নিভে যাওয়ার আগে শেষ আলোয় সে কাঁপে।

    যে ছেলেটি বলেছিল-

    তোমার হৃদয়ে মন্দির বানাব

    সে আজ নিরুদ্দেশে

    মায়ানমার থেকে কোকেন আনত সে,

    পুলিশ ওয়ারেন্ট তার নামে;

    মেয়েটি কাঁপে,

    সে ভেবে পায় না

    এ ছেলে এত কাঁপন এনেছিল কোথা থেকে!

    যে কাঁপনের জন্ম হয় সমুদ্র বাতাসে

    যে কাঁপনের জন্ম হয় নক্ষত্র আকাশে;

    কতবার বলেছে ছেলেটা, আয়েসা

    মন্দির বানাব তোমার শরীরে!

    মুসলমানের মেয়ে সে, কোনোদিন জানত না

    যে শরীরে আজান বাজে,

    সেখানেও ফুটে ওঠে মন্দিরের আলো।



    উত্তমকুমার পুরকাইত


Your Rating
blank-star-rating
রানা পাল - (04 December 2020) 3
ভালো লাগলো।

1 1