• 06 December 2020

    কবিতা

    হে আমার প্রেম

    0 104

    #কবিতা


    #হে_আমার_প্রেম


    তোমাকে তো বনজগন্ধ মাখা সূর্য ভেজা

    সকালের, বিকালের সব পাট্টা দিয়েছি তো

    আমি |নিতল পাঁজর কোণে কোকিলের স্বর

    তাও ছেনে ছুনে তোমাকেই দিয়েছি তো!

    তবে কেন রোজ আমি বুক ফেটে মরি

    এক কলা চাঁদ টুকরো সোহাগের ঘর ভেবে নিয়ে..


    তোমাকে তো দিয়েছি আমি

    নরম মসলিনে ঢাকা কুয়াশা কাপড়

    তবে কেন আবরণ হীণ হয়ে এ পাহাড় চূড়া

    থেকে ও পাহাড়ে বসে দেখ তীক্ষ্ম চক্ষু

    ঈগলের শ্যেনদৃষ্টি নিয়ে ----?

    কখন মিলিয়ে যাব দক্ষিণ দুয়ারে এই আশা

    করো বুঝি মানবের তরে?


    কিছুই তো চাই নি তবু যৌবন অরণ্যের

    চোখ ভরা জলটুকু শুষে নিয়ে তুমি কিন্তু

    হয়ে যাও শবগন্ধী কাঠ আমারে দেবার

    তরে!

    এরপরে থাকে ইতিহাস, এঁকে যায়

    বিশ্বাসেরা নিদয় মহিমা, আমা হেন

    মানবের তরে | কানে কানে বলে যায়

    মধুমাস মাতাল বাতাস " হে বিশ্বস্ত প্রেম

    এপারে তাকাও দেখো সফেদ বিছানায়

    উড়ে আসে রতি সুখ রেণু, তারোপরে

    দিগন্ত উড়াল দেয় তোমা সেই প্রেম

    তোমারই সোহাগ নিয়ে অন্য অন্য ঘরে ..

    নিশ্চিন্তে পুটুস ফোটে "..


    এখন আমার কাজ শুধু বলে যাওয়া

    " হে আমার অনন্ত বিশ্বাস, হে আমার প্রেম

    একবার ফেটে গিয়ে ঘাই মারো অবিশ্বাসী

    প্রেমের পাঁজরে, আমি ধুয়ে দেব তার

    সব চিতাকাঠ বিশ্বাসের গন্ধবহা জলে "..


    #স্মৃতি_চট্টোপাধ্যায়_সমাদ্দার৷ ( মুক্ত)



    স্মৃতি সমাদ্দার


Your Rating
blank-star-rating
Sorry ! No Reviews found!