#আমরা সমাজ
#কলমে:- মোহনা মজুমদার
মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া এই দুইয়ের হাত ধরে পথ চলতে চলতে আপনি যখন ক্লান্ত, বিদ্ধস্ত;হোচট খেতে খেতে আপনার আর উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই,আপনি চারপাশে তাকিয়ে দেখলেন,কেউ নেই যে আপনার হাতটা ধরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে।আপনি ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছেন, একদিন আপনি দেখলেন আপনি একদম শেষ !!এবার নিজেই নিজের কবর খুড়ছেন ,শেষ আশ্রয়ের জন্য।ওমনি হঠাৎ যেন কোত্থেকে একদল কীট পতঙ্গ এসে বলছে ,তুমি হেরো ,তুমি অপারগ,তুমি চরিত্রহীন, তুমি লোভী আরও কত উপাধির মুকূট যখন তারা আপনাকে পরাবে বলে প