মোঃ আব্দুল ওহাব (আলম সাধু) সাধারণ মধ্যবিত্ত মুসলিম পরিবারের সন্তান । চার ভাইবোনের মধ্যে আমি সবার ছোট এবং আদরের । বাবা মোহাম্মদ আশরাফ আলী একজন কৃষিজীবি ও মাতা অপেলা বেগম গৃহিণী । পঞ্চম শ্রেণীতে আমার প্রথম কবিতা লেখার হাতেখড়ি । তারপর সপ্তম শ্রেণী, দশম শ্রেণিতে কবিতা লিখেছি একটি করে । ...More
মোঃ আব্দুল ওহাব (আলম সাধু) সাধারণ মধ্যবিত্ত মুসলিম পরিবারের সন্তান । চার ভাইবোনের মধ্যে আমি সবার ছোট এবং আদরের । বাবা মোহাম্মদ আশরাফ আলী একজন কৃষিজীবি ও মাতা অপেলা বেগম গৃহিণী । পঞ্চম শ্রেণীতে আমার প্রথম কবিতা লেখার হাতেখড়ি । তারপর সপ্তম শ্রেণী, দশম শ্রেণিতে কবিতা লিখেছি একটি করে । তারপর পড়াশোনা দু'বছর বন্ধ ছিল; কিন্তু বাংলার টানে বাংলা ভাষার টানে বাংলা ভাষার কবিতার টানে আবার লেখাপড়া শুরু করেছি । কবিতাও লিখছি, জানি না সেগুলো কবিতা হয় কিনা, তবে নতুন পুরাতন অনেক কিছু শিখছি। অর্থাৎ এই 'বাংলার আমি ছাত্র' ।