বাংলা আমার ধমনীতে,
বাংলা আমার প্রাণ-
শব্দে,ছন্দে,প্রানের টানে
গাই বাংলার জয়গান।
প্রবাসী শিক্ষিকা ও শৌখিন বাচিক শিল্পী।
প্রথম কলম ধরা কৈশোরে তারপর লেখার নেশায় কলম এগিয়ে চলেছে দুর্নিবার গতিতে।কখনো প্রকাশিত কখনো বা অপ্রকাশ্য কবিতা গল্পের সম্ভার নিয়ে পাঠকের হৃদয়ে পৌঁছবার এ এক বিনম্র...More
বাংলা আমার ধমনীতে,
বাংলা আমার প্রাণ-
শব্দে,ছন্দে,প্রানের টানে
গাই বাংলার জয়গান।
প্রবাসী শিক্ষিকা ও শৌখিন বাচিক শিল্পী।
প্রথম কলম ধরা কৈশোরে তারপর লেখার নেশায় কলম এগিয়ে চলেছে দুর্নিবার গতিতে।কখনো প্রকাশিত কখনো বা অপ্রকাশ্য কবিতা গল্পের সম্ভার নিয়ে পাঠকের হৃদয়ে পৌঁছবার এ এক বিনম্র প্রয়াস।
গুরুজনদের আশীর্বাদ ও বন্ধুদের শুভকামনা আমার পাথেয়।