• X-Clusive
আগমণীর সুরে সুরে

আগমণীর সুরে সুরে


Kalyani Banerjee Kalyani Banerjee

Summary

মুক্ত
Social stories
সুদীপ হাজরা - (09 October 2022) 5
খুব ভালো লাগল

0 0

ডাঃ পরমেশ ঘোষ - (07 October 2022) 3
• অজয় আর রঞ্জনা দুজনে এক কলেজে পড়াশোনা ক’রে গ্র্যাজুয়েট ইঞ্জিনীয়ার হ’য়েছে। তারপর, অজয় লণ্ডনে গেছে এম-টেক ক’রতে। অজয় লণ্ডনে থাকার সময়ে অজয় আর রঞ্জনার মধ্যে যোগাযোগ ছিল কিনা জানা নেই। অজয়ের এম-টেক হ’য়েছে কিনা জানা নেই। শিলিগুড়িতে আবার হঠাৎ দেখা হ’য়েছে দুজনের। অজয়ের বলা - ‘তুই একেবারে আমার হয়ে যাবি’ – ওদের কথোপকথনের মধ্যে অসংলগ্ন, হয়তো অপমানজনক। জানা নেই – এরা দুজনে কে কোথায় কাজ ক’রছে বা ক’রবে। • লেখার কয়েকটি ত্রুটি সশোধন করা দরকার:- 1. সুন্দরী উপরে >> সুন্দরী. উপরে 2. নিচে >> নীচে 3. করে।বহু >> করে। বহু 4. পূজো য় >> পুজোয় 5. আগমনে।মনের >> আগমনে। মনের 6. আমি,মামা >> আমি মামা 7. বলছি।চল >> বলছি। চল 8. কারন >> কারণ 9. নেই।পাগল >> নেই। পাগল 10. একLine breakজায়গায় >> এক জায়গায় 11. থাকি।তবে >> থাকি। তবে

0 0

শতাব্দী চক্রবর্তী - (07 October 2022) 5
রঞ্জনা আর অজয় বহু বছর আবার দেখা প্ল্যাটফর্মে। ফিরে দেখা অতীত, গন্ধ বয়ে আনে শিউলির, গান গাওয়া। সব কিছু মনে পড়ে। ওদের প্রেম পরিণতি পাক। শিলিগুড়ি স্টেশন অনেক কিছু মনে করিয়ে দিল দুজনকে যা ভোলার নয়। অজয় পুরুলিয়া ভোলে নি, ভোলে নি রঞ্জনাকেও। খুব সুন্দর ভবিষ্যৎ হোক ওদের। কয়েকটি লাইন ব্রেক হয়েছে। আগমনী বার্তার সাথে পুনর্মিলন হল দুই বন্ধু'র না বলা কথাগুলো বলে ফেলুক। ভালো লাগলো।

0 0


Publish Date : 03 Oct 2022

Reading Time :


Free


Reviews : 3

People read : 120

Added to wish list : 0